1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় নিত্যপণ্যের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে গণকমিটির মানববন্ধন | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

মাগুরায় নিত্যপণ্যের দাম কমানো সহ বিভিন্ন দাবিতে গণকমিটির মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২২৭ জন দেখেছেন

নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা চালু করা, দুর্নীতিবাজ লুটেরাদের বিচার করা, পাচারকৃত ও খেলাপি ঋণের টাকা উদ্ধার করা, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২২ অক্টোবর ২০২২ বিকাল সাড়ে ৪টায় মাগুরা জেলা চৌরঙ্গী মোড় থেকে গণ-পদযাত্রা কর্মসূচি শুরু হয়ে ঢাকা রোডে যেয়ে সমাপ্ত হয়।

গণপদযাত্রায় উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু।

১০ দফা দাবির মধ্যে অন্যতম দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, নির্বাচনকালীন দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা; নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ, নির্বাচন কমিশন পুনর্গঠন ও ঋণখেলাপি-ব্যাংক ডাকাত, অর্থ পাচারকারী, কালোটাকার মালিক, দুর্নীতিবাজদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; অগণতান্ত্রিক সংশোধনীসমূহ ও কালাকানুন বাতিল; রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম-খুন, গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ-মাস্তানদের হস্তক্ষেপ বন্ধ করা; চাল-আটাসহ ৯টি অত্যাবশ্যকীয় পণ্যের বেসরকারি বাণিজ্য বন্ধ করা, মজুরি কমিশন গঠনসহ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা, সাম্প্রদায়িক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করা, শিক্ষা-স্বাস্থ্য নিয়ে ব্যবসা বন্ধ করা, জাতীয় সম্পদের ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করা, যুক্তরাষ্ট্রসহ বিদেশিদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি ও সমঝোতা স্মারক জনসম্মুখে প্রকাশ এবং দেশের স্বার্থবিরোধী সব অসম চুক্তি বাতিল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page