মাগুরায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধমাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুগোৎসব শুরু হয়েছে।
রবিবার সকালে শহরের নিতাই গৌর সেবাশ্রমসহ জেলয় ৬১৪টি পূজামন্ডপে ঢাকের বাদ্য, উলুধ্বনি,শঙ্খ বাজিয়ে ষষ্ঠী পূজার অঞ্জলি দেন ভক্তরা।
সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর বোধন,আমন্ত্রণ ও অধিবাস।
প্রতিটি মন্ডপ শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে। আনন্দ- উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মাগুরা নিতাই গৌর সেবাশ্রমের পুরোহিত তপন কুমার চক্রবতী বলেন, বেলতায় ঘট স্থাপন ও ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভক্তরা অঞ্জলি দেন।