মাগুরায় ভুয়া পদত্যাগ নাটক ও কেন্দ্রীয় নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ। বৃহস্পতিবার বিকেলে মাগুরা বাস টার্মিনালে দলটির জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। গত ২০ জুন সংগঠনটির কিছু সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন। তারই প্রতিবাদে এ কর্মসূচি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সভাপতি বরকত আলী, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওবায়দুল্লাহ বিন হাফিজার। সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা কর্মী।
সংবাদ সম্মেলনে বলা হয় এর আগে যারা পদত্যাগের নাটক সাজিয়েছেন তারা আসলে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তারা বলেছে শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছে আসলে পদত্যাগ করেছে ৫ থেকে ৬ জন নেতা। সংবাদ সম্মেলনের সংগঠনটির জেলা কমিটির সভাপতি বরকত আলী বলেন, পথ পদবী নিয়ে তাদের অপ্রাপ্তি থাকতে পারে। সেটা সাংগঠনিকভাবে সমাধান করা যেত। কিন্তু তারা কেন্দ্রীয় নেতাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন এটা থেকে বোঝা যায় তাদের উদ্দেশ্য ভিন্ন ছিল। আমরা তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা ষড়যন্ত্র করেছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগ করা নেতাদের পূর্বের রাজনৈতিক পরিচয় তুলে ধরা হয়।
তাঁরা হচ্ছেন, মাজদুল হক – আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখার মৃত আওলাদ হোসেনের পুত্র
বিপ্লব ফকির – মাগুরা সরকারি কলেজের ছাত্রলীগের সাবেক নেতা
ওয়াহিদুজ্জামান মনসুরী – বালিদিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা
জাহিদুল ইসলাম কুদ্দুস – ছাত্রলীগের আলী হোসেন মুক্তার বড় ভাই
গণ অধিকার পরিষদের দাবি, এসব ব্যক্তি কখনোই সংগঠনের কার্যক্রমে যুক্ত ছিলেন না। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, পদত্যাগের নামে নাটক সাজিয়ে যারা সংবাদ সম্মেলন করেছে, তারা মূলত দলের অন্য নেতাদের জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মাগুরা জেলা গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ ও সক্রিয় রয়েছে এবং আগামীতেও সংগঠনের কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল করেন নেতারা
সংবাদ সম্মেলন শেষে গণ অধিকার পরিষদের নেতাদের নেতৃত্বে টার্মিনাল থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মাগুরা শহর ঘুরে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানেও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রসঙ্গত গত ২০ জুন মাগুরা পৌরসভার সাজিয়াড়া এলাকায় সংবাদ সম্মেলন করে সংগঠনটির এক অংশের নেতা কর্মীরা। তাঁরা অভিযোগ করেন গণ অধিকার পরিষদের জেলা ও কেন্দ্রীয় নেতারা তাঁদের মূলনীতি থেকে বিচ্যুত হয়ে কমিটি বানিজ্যসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েছেন।