জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ পরিবারের কল্যাণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে “নীতিমালা ২০২৫” এর তফসিল-৩ অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে মাগুরা জেলা প্রশাসন।
এই লক্ষ্যে আজ দুপুরে জেলা প্রশাসকের মিডিয়া সেলে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার শহিদ পরিবারের সদস্যগণ এবং আহত জুলাই যোদ্ধাগণ কোন ধরনের প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী, কিংবা প্রশিক্ষণ ছাড়াও পুনর্বাসনের অন্য কোন চাহিদা থাকলে, তা সংযুক্ত ছক অনুযায়ী তথ্য পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
আবেদনপত্র আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে জেলা প্রশাসকের জেএম শাখা অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য জেলা প্রশাসকের কার্যালয় অথবা ডিসি মাগুরা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।