মাগুরায় চাঁদাবাজী মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি রিয়া জোয়ারদার গ্রেফতার
মাগুরা শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালী জোয়ারদার রিয়াকে চাঁদাবাজি ও সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে তাকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলার বাদি শ্রীপুর উপজেলার জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ। তিনি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে।
এ ঘটনার পর শুক্রবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ রিয়া জেয়ার্দ্দার কে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেয়ায় আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে বলে জানায় অ্যাডভোকেট আবদুর রশিদ। তিনি বলেন,আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে আদালত কারাগারে পাঠিয়ে দিয়েছে।
মামলার বাদী আবু সাঈদ বলেন,স্বর্ণালী জোয়ারদার রিয়া স্বৈরাচারী আওয়ামী লীগের শাসন আমলে ঢাকাতে নারী পাচার এবং মাগুরায় মাদক বাণিজ্যর সাথে পরোক্ষভাবে জড়িত। এসব প্রতিবাদ করলে সে নানা ভাবে আমাকে হয়রানি করে আসছে।
শ্রীপুর থানা সাব-ইন্সপেক্টর( নিরস্ত্র) মোঃ জয়নুল ইসলাম জানান,স্বর্ণালী জোয়ারদার রিয়াকে সুনির্দিষ্ট মামলায় শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাসা থেকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে রাখা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামি’ প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনার সহিত জড়িত থাকার স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে বলে তিনি জানান।