1. dainikmagura@gmail.com : magura :
মঘীর ঢালে গাছের সাথে বাসের ধাক্কায় একজন নিহত, ২০ যাত্রী আহত | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

মঘীর ঢালে গাছের সাথে বাসের ধাক্কায় একজন নিহত, ২০ যাত্রী আহত

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৭০ জন দেখেছেন

এসপি গোন্ডেন লাইনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় দিনবন্ধু সাহা (৫৫) নামে মাগুরায় একজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ আহত হয়েছেন ২০ জন।

নিহত দিনবন্ধু সাহা ঝিনাইদাহ জেলার মথনপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় এক পরিবারের ছয়জন আহত হয়েছেন।

রোববার সকালে যশোর-মাগুরা মহাসড়কের ভাবনহাটির ঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দিনবন্ধুর আত্মীয় অশোক সরকার বলেন, পুজার ছুটিতে ছেলের সাথে ঢাকা থেকে গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন তিনি। ছুটি শেষে ঢাকার মিরপুরে যাচ্ছিলেন।

পথিমধ্যে ভাবনহাটি এলাকায় বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি ট্রাকের সামনের চাকা নষ্ট হয়ে যাওয়ায় তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন অন্তত ২০জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার ইমরান গুরুতর অবস্থায় দিনবন্ধুকে ফরিদপুরে রেফার করেন।

ফরিদপুর যাওয়ার পথে নতুন বাসস্ট্যান্ড এলাকায় মারা যান দিনবন্ধু।

মাগুরা রামনগর হাইওয়ে থানার এসআই মাহাবুব হোসেন ঘটনারর সত্যতা নিশ্চিত করে বলেন, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )