মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি (৩৪) নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এবার গ্রেপ্তার হয়েছেন মামলার ১৩ নং আসামী তৌহিদ মোল্লা। এ নিয়ে এ মামলায় এজাহারভুক্ত তিন আসামী গ্রেপ্তার হলেন।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার থেকে যুবলীগ কর্মী তৌহিদকে গ্রেফতারের পর শুক্রবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
গ্রেপ্তারকৃত তৌহিদ মোল্যা মাগুরা পৌরসভার পারলা এলাকার প্রয়াত বাদল মোল্যার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) কাজী এহসানুল হক জানান, তৌহিদ মোল্যা নামের ওই আসামি মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত মেহেদী হাসান রাব্বি হত্যা মামলা ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতা চালানোর অভিযোগে দায়েরকৃত অপর একটি মামলার আসামী। গত বছরের ৫ আগস্টের পরই তিনি আত্মগোপনে চলে যান। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ইছাপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন বলেও তিনি জানান।
এর আগে রাব্বি হত্যা মামলায় গত মার্চে ৯ নং আসামী মো. হেদায়েত কোরাইশ এবং জানুয়ারি মাসে ১২ নং আসামী রাকিব শিকদার গ্রেপ্তার হন।
রাব্বি হত্যা মামলার ৯ নং আসামী হেদায়েত কুরাইশ
মেহেদী হাসান জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মাগুরা পৌরসভার বরুনাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। আন্দোলনের শেষের দিকে ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান মেহেদী।
রাব্বি হত্যা মামলার ১২ নং আসামী রাকিব শিকদার
পুলিশ সূত্র জানায়, ছাত্রদল নেতা মেহেদী নিহতের ঘটনায় ১৩ আগস্ট তাঁর ভাই ইউনুস আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদারসহ ১৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এই মামলার অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০ থেকে ২০০ জনকে।