মাগুরা শহর থেকে প্রাইভেট পড়ে এক মোটর সাইকেলে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু। আবালপুর এলাকায় একটি বাসকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুজন আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক জনকে হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান।
রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাগুরা সদর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা (২০), হাজিপুর পশ্চিম পাড়ার লাল মিয়ার ছেলে রবিন (১৮) ও শালিখা উপজেলার গজদূর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান (১৯)। তাঁরা একে অপরের বন্ধু বলে জানা গেছে। এদের মধ্যে সাজিম ও জিসান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানিয়েছেন স্বজনেরা।
মাগুরা হাইওয়ে থানার এসআই সিদ্ধার্থ মজুমদার সাংবাদিকদের জানান, বিকেল পাঁচটা পনেরো মিনিটের দিকে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের সামনে মহাসড়কে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। মোটরসাইকেলটি মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর বাসটি ঝিনাইদহ থেকে মাগুরার দিকে আসছিল। মোটরসাইকেলটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আর গুরুতর আহত অবস্থায় একজনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় উনিও মারা গেছেন।