1. dainikmagura@gmail.com : magura :
এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

মাগুরায় এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও মাস্ক বিতরণ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এ আয়োজন করে।

অনুষ্ঠানে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় কলম, স্কেলসহ স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আলি, জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক সাবিন ইয়াসমিন মেরীসহ কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত থেকে উপকরণগুলো বিতরণ করেন।

এ সময় উপস্থিত সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান লিটন বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এ উদ্যোগ।

সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুলফিকার আলী জানান, ‘শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে তারা ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখবেন’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )