 
																
								
                                    
									
                                 
							
														মাগুরার ইছাখাদা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যাক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম আবদুস সালাম খান (৬৮)। তিনি শ্রীপুর উপজেলার কাজলি গ্রামের আদেল উদ্দিনের ছেলে। সোমবার সকাল ৯টার দিকে মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
তবে তাৎক্ষনিকভাবে তাঁর পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে ঝিনাইদহ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল এসে তদন্ত করে তাঁর পরিচয় উদ্ধার করে। তাঁর মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী লাশঘরে রাখা ছিল।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে মাগুরার ভায়না মোড় থেকে একটি মহেন্দ্র যাত্রী নিয়ে ঝিনাইদহের হাটগোপালপুরের দিকে যাচ্ছিল। মাগুরা ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা দরগাহ গেট এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি যান (পুলিশ চিহ্নিত করতে পারেনি) মহেন্দ্রকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় মহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুজন আহত হয়। তাঁদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আনা হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় আহত শাহীন নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন।