আওয়ামীলীগ একটি বাজে দল,গুম,খুনের সাথে জড়িত,এটা জেনে বুঝেও সাকিব কিভাবে সে দলের হয়ে নির্বাচন করে!- প্রশ্ন রেখেছেন মাগুরায় মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় মাগুরা মেডিকেল কলেজের অধ্যাক্ষ,শিক্ষক ও শিক্ষার্থীরা তার সাথে দেখা করেন।
মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন বলে জানান তাদেরকে। এ সময় তিনি আরো বলেন, মাগুরা মেডিকেল কলেজটি মাগুরা বাসীর জন্য গর্বের। এটার ফলাফল ভাল তাই আপাতত এটি স্থান্তরিত (মার্জ) হচ্ছে না।
মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদদের এক প্রশ্নের জবাবে বলেন, সাকিব আল হাসান জেনে শুনে আওয়ামী লীগে যোগদান করলো সেটা কিভাবে করলো আমার মনে প্রশ্ন?।
এ সময় প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ বাজে একটি দল,ব্যাংক লুট করেছে, গুম,খুন সহ নানা অপকর্মের সাথে জড়িত তা জেনেও সাকিব আল হাসান এর মত আইকন কিভাবে সেই দলে যোগদান করে। একটা দলের হাতে রক্ত। সেই দল হাজার ছেলেকে গুম করেছে খুন করেছে। সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদান করার আগেই সব কিছুই জানতো।
তিনি আরও বলেন, তামিম ও মুশফিক ও আইকন ছিল। তারা কেন তখন দলে যোগদান করলো না? একজন আইকনের নিজস্ব স্বাথ নেই?